নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ৩০০ ফিট সড়কে পরিচ্ছন্নতা অভিযান
পূর্বাচলে ৩০০ ফিট সড়কের আবর্জনা অপসারণ করছেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি : এনটিভি
৩০০ ফিট সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া সংবর্ধনা ঘিরে লাখো জনতার উপস্থিতিতে জমা আবর্জনা অপসারণ করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পৃথক পৃথক স্থানে এই পরিচ্ছন্নতা অভিযান চলে।
পরিচ্ছন্নকাজে অংশ নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, বিএনপির কর্মসূচিতে ৩০০ ফিট সড়কে আবর্জনা জমা হয়েছে, তাই আমরা বিএনপির লোকেরা এসব পরিষ্কার করছি। পাশাপাশি যেসব গাছ নষ্ট হয়েছে সেখানে নতুন গাছ রোপণ করে দেব।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)