চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৪ ভারতীয় নাগরিককে পুশইন
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দর্শনা সীমান্তের একটি পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে তারা দর্শনা বাজার এলাকায় অবস্থান নেয়। পুশইন হওয়া ১৪ জনের মধ্যে ছয়জন নারী, ছয়জন পুরুষ ও দুজন শিশু রয়েছে।
পুশইন হয়ে বাংলাদেশে প্রবেশ করা ব্যক্তিরা হলেন—ভারতের উড়িষ্যা রাজ্যের জগসিং জেলা সাতকুড়া ধনিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে শেখ জব্বার, শেখ আব্দুর জব্বারের ছেলে হাকিম শেখ (৪৮), শেখ উকিল (৪৫), শেখ বান্টি (৩০), শেখ রাজা (৩৮), শেখ জব্বারের স্ত্রী আলকুনি বিবি (৬৫), শেখ উকিলের স্ত্রী সাগেরা বিবি (৩৬), মেয়ে শাকিলা (৯), শেখ রাজার স্ত্রী মেহরুন বিবি (২৮), মেয়ে নাসরিন (১০), ছেলে রোহিত (২), তৈহিদ (১১), শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৩৪) ও শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৮০)।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন করা সবাই অবাঙালি মুসলমান। তারা নিজেদের ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। পুশইন হওয়া ব্যক্তিদের একজন জানান, শুক্রবার দুপুরে তারা খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে তাদের কাছে থাকা ভারতের নাগরিকত্ব-সংক্রান্ত সব কাগজপত্র জব্দ করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, যাচাই-বাছাই ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুশইন হওয়া ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা