ইসিতে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান
ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজ সম্পন্ন করতে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৬ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন তারা।
ইসি সূত্র জানায়, এদিন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনের প্রবাসী শাখায় যান। দীর্ঘ সময় প্রবাসে থাকায় তার ভোটার তথ্য হালনাগাদ বা এনআইডি সংক্রান্ত দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করতেই তারা সেখানে যান। তাদের আগমন ঘিরে আগে থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্বাচন ভবনে যাচ্ছেন। তার গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রওনা হয়ে আগারগাঁওয়ের পথে রয়েছে। তিনি পৌঁছানোর পর সরাসরি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। এরপর নিজের ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করবেন।
নিরাপত্তা ও পরিবেশ তারেক রহমানের আগমনের খবর ছড়িয়ে পড়লে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। জুবাইদা রহমান ও জাইমা রহমান পৌঁছানোর সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাদের স্বাগত জানান। সেখানে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রার্থী হওয়ার আইনি বাধ্যবাধকতা থেকেই তারেক রহমান আজ ভোটার হওয়ার এই প্রক্রিয়া সম্পন্ন করছেন।

নিজস্ব প্রতিবেদক