নির্বাচন কমিশনে তারেক রহমান
নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আশপাশের এলাকায়। রাজধানীর আগারগাঁয়ে ইসির নির্বাচনি প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি ইসিতে ঢোকেন।
ইসি সূত্রে জানা গেছে, তারেক রহমান ভোটার হওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করবেন। ৫ থেকে ৭ দিন থেকে ১ মাসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করে ইসি। তবে, বিশেষ বিবেচনায় তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম দ্রুতই শেষ করবে ইসি।
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে নির্বাচন কমিশনে প্রবেশ করেন ডা. জুবাইদা ও জাইমা রহমান। তবে, তারা তাদের কার্যক্রম সম্পন্ন করে পৌনে ১টার দিকে তারা নির্বাচনি প্রশিক্ষণ ভবন ত্যাগ করেন। এ ভবনে প্রবাসী শাখায় তারা গিয়েছিলেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে র্যাব, পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এ ছাড়া সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
সরেজমিন দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে আগারগাঁও এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে ইসির আশপাশে বিএনপির নেতাকর্মীরা নানান ধরনের স্লোগান দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক