বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, লড়বেন যে আসনে
রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদানের কথা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাশেদ খানকে স্বাগত জানান। তিনি ঘোষণা করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খান ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের অংশ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন : ফের শাহাবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ
মির্জা ফখরুল বলেন, রাশেদ খান রাজপথের লড়াই থেকে উঠে আসা এক সাহসী নেতা। ঝিনাইদহ-৪ আসনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানের পর বক্তব্যে রাশেদ খান বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আদর্শ হিসেবে মনে করি। বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, যিনি আমাকে স্নেহ করেন এবং ভালোবাসেন। দেশ ও জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে তার নেতৃত্বেই আমি কাজ করে যাব।

নিজস্ব প্রতিবেদক