ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একটি বগুড়া-৬ এবং অন্যটি ঢাকা-১৭। এটি দলীয় সিদ্ধান্ত।’
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ থেকে এবং তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচারণা চালিয়ে আসছিলেন, এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, পার্থ ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি তার নিজ নির্বাচনি এলাকা ভোলা-১ থেকে তার দলের নিজস্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)