নোয়াখালীর ৬টি আসনে ৬২ প্রাথীর মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনন্দমুখর পরিবেশে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ প্রার্থী। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রিটার্নিং অফিসার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৬২ মনোনয়নপত্র দাখিল করেছেন।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে আটজন, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ জন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে সাতজন, নোয়াখালী-৪ ( সদর-সুবর্ণচর) আসনে আটজন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট এবং সদরের দুই ইউনিয়ন) আসনে ১৫ জন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে বিএনপির ছয়জন ও জামায়াতে ইসলামীর ছয়জন প্রার্থী রয়েছেন।
বিএনপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলু, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট এবং সদরের ২ ইউনিয়ন) আসনে ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মাহবুবের রহমান শামীম।
সংশোধন করা তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী