খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই শোক জানান।
জামায়াত আমির শোক বার্তায় বলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।”
আরও পড়ুন : আপসহীন নক্ষত্রের বিদায়
আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া (ইন্তিকাল করেছেন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ দিন ধরে তিনি লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর এমন প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক