খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাত কর্মসূচি ঘোষণা
বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার, বাক-স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন কিংবদন্তি নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ এবং বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ এবং ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। দলটির পক্ষ থেকে বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ এই অবিসংবাদিত নেত্রীর প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
দেশের সব স্তরের নেতাকর্মী, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনসহ দেশবাসীকে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো হলো–
ক. ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শোক পালন করবে।
খ. দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে আগামী ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ঘোষিত রাষ্ট্রীয় শোকের এই তিন দিন দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
গ. কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ।
ঘ. দলের সব স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
ঙ. প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।
চ. কেন্দ্রীয়ভাবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ও জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোকবই খোলা হবে।
ছ. খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক