আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় আজ যান চলাচল সীমিত থাকবে
আইএসপিআরের লোগো
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন কাজকে কেন্দ্র করে রাজধানী ঢাকার কয়েকটি স্থানে যান চলাচল সীমিত থাকার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এক বার্তায় আইএসপিআর জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন উপলক্ষে ঢাকা শহরের কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সকাল ৮টা থেকে যানবাহন চলাচল সীমিত থাকবে। সর্বসাধারণের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে। বিষয়টি সকলকে বিবেচনায় রেখে চলাচল পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এনটিভি অনলাইন ডেস্ক