সকাল থেকেই লোকারণ্য মানিক মিয়া অ্যাভিনিউ
তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বেলা ২টায় জানাজার সময় বেঁধে দেয়া হলেও সকাল সাড়ে ৯টায় দেখা যায় মানিক মিয়া অ্যাভিনিউর প্রধান সড়ক লোকারণ্য হয়ে গেছে।
দেশের বিভিন্ন জেলা থেকে রাতভর মানুষ এসে জড়ো হয়েছে সেখানে। কুমিল্লার মুরাদনগর থেকে আসা আব্দুল হান্নান বলেন, ‘আমাদের গণতন্ত্রের মা তিনি, তারা জানাজা কি কোনোভাবে মিস করা যায়? ভোর ৬টায় একটা মাইক্রোবাস নিয়ে আমরা ১০ জন এসেছি। সকাল থেকে এখানেই অবস্থান করছি।’
আরও পড়ুন : মায়ের পাশে দোয়ারত তারেক রহমান
জানা গেছে, সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের মাঠ, ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংসদ ভবনের পশ্চিম প্রান্তে মরহুমার কফিন রাখা হবে।
এদিকে খালেদা জিয়াকে সর্বস্তরের জনগণ যাতে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দপ্তরগুলো যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে। জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে মানিক মিয়া অ্যাভিনিউতে সংলগ্ন পার্শ্ববর্তী সড়কগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন : আপসহীন নক্ষত্রের বিদায়
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় মরহুমার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দাফন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে জিয়া উদ্যান এলাকায় নির্ধারিত ব্যক্তি ছাড়া জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ বহাল থাকবে বলে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক