শিক্ষার্থীদের হাতে নতুন বই, বাঁধভাঙা উল্লাস
সারা দেশের মতো পিরোজপুরেও নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাট হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার পিরোজপুর জেলার ৯৮৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লক্ষ ১০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ি ও ভোকেশনাল পর্যায়ের আরও ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে জেলার প্রায় ২ লাখ ৪৯ হাজার শিক্ষার্থী আজ নতুন বইয়ের সেট পেল।
বই নিতে আসা শিক্ষার্থীরা জানায়, নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাওয়া তাদের কাছে বড় একটি আনন্দের বিষয়। নতুন বই পাওয়ার মাধ্যমে নতুন বছরের স্বপ্ন পূরণের যাত্রা শুরু হলো। স্কুল থেকে বই নিয়ে বাড়িতে গিয়েই পড়ালেখা শুরু করার প্রত্যয় ব্যক্ত করে খুদে শিক্ষার্থীরা।

রশিদ আল মুনান, পিরোজপুর