ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
তীব্র শীতে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। অনেক জেলায় তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি কিংবা এরও নীচে। উত্তরের জেলা পঞ্চগড় ঘন কুয়াশায় ঢেকে আছে। কনকনে ঠান্ডা আর কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
জেলার সড়ক ও জনপথ ঘন কুয়াশায় ঢেকে থাকায় কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। কনকনে ঠান্ডার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। সকালে ঠান্ডা বাতাসের কারণে মানুষ কাজে বের হতে পারছে না। শীতের প্রভাব পড়েছে যানবাহন চলাচলেও, ভোরের দিকে কুয়াশার কারণে অনেক চালককে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শুক্রবার (২ জানুয়ারি) একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে সূর্যের দেখা মিলেছিল। ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)