কিশোরগঞ্জে ১০ জনের মনোনয়নপত্র বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলসসহ সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তারা বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর)—এ তিনটি আসনে মনোনয়নপত্র দাখিলকারী ২৯ প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল ঘোষিত উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল এবং একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মামলা সংক্রান্ত তথ্য গোপন করার কারণে শেখ মুজিবুর রহমান ইকবাল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের তালিকায় গরমিলের কারণে হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করা জেলার একমাত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমার মনোনয়নপত্রও এক শতাংশ ভোটারের তালিকায় গরমিলের কারণে বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া বাকি সাত প্রার্থীর অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী।
এদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
এ ছাড়া কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনে মনোনয়নপত্র দাখিল করা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে নবাগত সৈয়দ এহসানুল হুদাসহ বাকি ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই বাছাই উপলক্ষে আজ সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করেন। আগামীকাল রোববার কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ