জয়পুরহাট-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর প্রার্থী রাশেদুল আলম সবুজ এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি ও অন্যান্য অসঙ্গতি থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম এবং এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ।
রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জয়পুরহাট-২ আসন থেকে এই ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)