প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ জনের আপিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের (আরও) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া ও সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই নিজেদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন মোট ৪২ জন ব্যক্তি।
আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত বিশেষ বুথগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব আবেদন জমা নেওয়া হয়। ইসি সচিবালয়ের আইন শাখা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রথম দিনে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ প্রার্থী ও তাদের আইনজীবীরা নির্বাচন ভবনে ভিড় করেন। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা তাদের স্বপক্ষে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন জমা দেন। প্রথম দিনে জমা পড়া ৪২টি আবেদনের সিংহভাগই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে। তবে বৈধ ঘোষিত প্রার্থীর বিরুদ্ধেও দু-একটি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।
ইসির প্রস্তুতি ও সময়সূচি নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০টি বুথে আবেদন গ্রহণ করা হচ্ছে। এরপর ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে এবং কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা ১৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ঋণখেলাপি, কর ফাঁকি, ভোটারদের স্বাক্ষরে গরমিল এবং দাপ্তরিক নথিপত্রের ঘাটতির কারণেই মূলত বেশিরভাগ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রতীক বরাদ্দ ও প্রচারণা।

নিজস্ব প্রতিবেদক