এবার যশোরে মাথায় গুলি করে বরফকল মালিককে হত্যা
যশোর শহরের শংকরপুরে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার দুদিন পরই যশোরের মণিরামপুরে মাথায় গুলি করে রানা প্রতাপ বৈরাগী (৪৩) নামে এক বরফকল মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাপালিয়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে।
স্থানীয়রা জানায়, বাজারে নিজের বরফকলে বসে ছিলেন রানা প্রতাপ। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি তার মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃতদেহের পাশে তিনটি তাজা গুলি ও চারটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ও মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, রানা প্রতাপের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বলা যাবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটেছে।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কে বিএনপিনেতা আলমগীর হোসেনকে (৫৩) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সাইফুল ইসলাম সজল, যশোর