প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা সংস্কার করতে হবে : গুম কমিশনের চেয়ারম্যান
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, আমাদের যে গোয়েন্দ সংস্থা আছে, প্রত্যেকটার সংস্কার লাগবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়, কারণ তারা পাওয়ার ইন পাওয়ার (ক্ষমতার অংশ) চায় বলে।
আজ সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মইনুল ইসলাম চৌধুরী।
গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশনে দাখিল করা এক হাজার ৯১৩টি অভিযোগের মধ্য হতে একাধিকবার করা ২৩১টি অভিযোগ এবং যাচাইবাছাই শেষে ‘প্রাথমিক তদন্তের’ পর গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় ১১৩টি অভিযোগ বাতিল করা হয়। ফলে মোট এক হাজার ৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে ২৫১ জন নিখোঁজ (এখনও পাওয়া যায়নি) এবং ৩৬ জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। তাদের মধ্যে বেশিরভাগই রাজনৈতিক ব্যক্তি। তাদের শনাক্তে ডিএনএ পরীক্ষাসহ সম্ভাব্য সব রকম বিষয়ে কমিশন সুপারিশ করেছে।
নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বলেন, ২৫১ জন নিখোঁজ। তারা বেশিরাভাগই বিরোধী রাজনৈতিক দলের, মূলত বিএনপি ও জামায়াত ইসলামীর। প্রতিটি জাতীয় নির্বাচনের ছয় মাস, এক বছর আগে ব্যাপকভাবে (গুম করা) শুরু হয়েছিল। ২০১৪ সালের নির্বাচনের আগে ২০১৩ তে, ২০১৮ এর নির্বাচনের আগে ২০১৭ তে এবং ২০২৪ এর নির্বাচনের আগে ২০২২-২৩ এ ব্যাপকভাবে গুমের ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক