আবদুল আউয়াল মিন্টু পরিবারের ৭৪২ কোটি টাকার সম্পদ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে নানামুখী আলোচনা। সময় যত গড়াচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। এবারের নির্বাচনে ফেনী-৩ আসনে বিএনপির মনোনয়নে লড়ছেন দলটির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ করা হলফনামা বিশ্লেষণে দেখা যায়, আবদুল আউয়াল মিন্টু পরিবারের ৭৪২ কোটি টাকা মূল্যের সম্পদ রয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী, আবদুল আউয়াল মিন্টুর নিজের সম্পদের পরিমাণ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১–এর মধ্যে অস্থাবর ১৭৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৪০১ আর স্থাবর ৩৩৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৭০। স্থাবর-অস্থাবর মিলিয়ে তার স্ত্রীর মোট সম্পদ ৯৯ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৬৯৮।
আবদুল আউয়াল মিন্টুর তিন ছেলের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক তাবিথ আউয়াল। আয়কর রিটার্নে দেখানো তথ্য অনুযায়ী, তার রয়েছে ৫৯ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭০৭ টাকা মূল্যের সম্পদ, আয় ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৫৩৬ টাকা।
আরেক ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালের সম্পদের পরিমাণ ৪৯ কোটি ৩২ লাখ ১৬ হাজার ২২, আয় ৫৩ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকা।
আরেক ছেলে তাজওয়ার মোহাম্মদ আউয়ালের সম্পদের পরিমাণ ২৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৫৩৭, আয় ৪৯ লাখ ২৫ হাজার ৬২৯ টাকা।
হলফনামায় বার্ষিক আয় ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা দেখিয়েছেন আবদুল আউয়াল মিন্টু। আয়ের খাতে তিনি দেখিয়েছেন–কৃষিখাত, বাড়ি/অ্যাপার্টমেন্ট/বাণিজ্যিক স্থান/অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া, শেয়ার/বন্ড/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত (পৃথক কাগজে পরিশিষ্ট ‘সি’ মোতাবেক) ও চাকরি (পরিচালক পারিতোষিক আয়কর বিবরণীর তফসিল-১ মোতাবেক)।
বিএনপির এই নেতার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল। তবে তিনি সেটি পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। আবদুল আউয়াল মিন্টুর নিজের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতকোত্তর।
হলফনামার তথ্য অনুযায়ী আবদুল আউয়াল মিন্টুর নিজের নামে কোনো ঋণ নেই। তবে তার সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মোট ২৯৪ কোটি টাকা ঋণ দেখিয়েছেন তিনি।

আমিনুল ইসলাম নাবিল