বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না : মির্জা ফখরুল
বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন কোনো কাজ করতে পারেনি। তবে জোর দিয়ে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কিংবা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনি ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে তার প্রেক্ষিতে সরকার অ্যাফেক্টিভ পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব সরকার দায়িত্বশীলতার সঙ্গে কার্যকরী পদক্ষেপ নেবে।
তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের এটি একটি ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি মাতৃভূমিতে এসেছেন, নিজের দেশে ফিরেছেন, তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন। ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্যান্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও