বিএনপি নেতা মান্নানের বার্ষিক আয় ৩০ লাখ, সম্পদ ১৪ কোটি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৬৮ লাখ টাকার বেশি। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছর বয়সী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ২৯টি মামলা দায়ের করা হয়েছে, যার বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের আমলের। এর মধ্যে ১৭টি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন এবং ৯টিতে অব্যাহতি পেয়েছেন। বাকি মামলাগুলোর মধ্যে একটি প্রত্যাহার করা হয়েছে, একটি হাইকোর্টে স্থগিত রয়েছে এবং একটিতে তিনি জামিনে আছেন।
আজহারুল ইসলাম মান্নানের প্রদর্শিত মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১১ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ আট কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩৩৮ টাকা এবং অস্থাবর সম্পদ এক কোটি ২৭ লাখ চার হাজার ১৬০ টাকা। তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৩০ লাখ ১২ হাজার ৫৭ টাকা। সর্বশেষ অর্থবছরে তিনি আট লাখ ২৩ হাজার ৭২৭ টাকা আয়কর দিয়েছেন।
অস্থাবর সম্পদের মধ্যে আজহারুল ইসলাম মান্নানের কাছে নগদ রয়েছে ৩৩ লাখ ১৫ হাজার ৪৪ টাকা। ব্যাংক এশিয়া ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে তাঁর সামান্য কিছু আমানত রয়েছে। তাঁর মালিকানায় এক কোটি ১৮ লাখ ৪৪ হাজার ১৬০ টাকা মূল্যের দুটি মোটরযান এবং আট লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুটি আগ্নেয়াস্ত্র রয়েছে। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য দুই কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৮২৬ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
স্থাবর সম্পদের ক্ষেত্রে তাঁর নামে ১২৫৯.৬২ শতাংশ অকৃষি জমি রয়েছে, যার মূল্য তিন কোটি ১৮ লাখ ১৫ হাজার ৭১০ টাকা। এ ছাড়া পাঁচ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৬২৮ টাকা মূল্যের একটি সাত তলা ও একটি তিন তলা আবাসিক ভবন রয়েছে তাঁর। হলফনামায় ৩০ তোলা স্বর্ণের কথা উল্লেখ থাকলেও তা উপহার হিসেবে প্রাপ্ত বলে জানানো হয়েছে। তাঁর স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪৪ কোটি ৯৪ লাখ ১১ হাজার ৬৯০ টাকা।
এছাড়া, আজহারুল ইসলাম মান্নানের দুইজন স্ত্রী থাকলেও হলফনামায় তাঁদের নামে কোনো সম্পদের তথ্য উল্লেখ করা হয়নি। এ ছাড়া হলফনামায় তাঁর কোনো ঋণ বা দায়ের তথ্য নেই।
নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)