জামালপুর-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আজাদী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়।
এর আগে গত ৫ জানুয়ারি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন মাওলানা মুজিবুর রহমান আজাদী।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
মনোনয়ন ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন প্রার্থীর আবেদন মঞ্জুর করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
শুনানি শেষে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী বলেন, গত ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় ভুলবশত সৃষ্ট স্বাক্ষর জটিলতার কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ শুনানিতে সেই আপিল মঞ্জুর হয়েছে।
এদিকে, মনোনয়ন বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)