বগুড়ায় নকল সিগারেট কারখানায় সেনাবাহিনীর অভিযান
বগুড়ার শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় একটি বেনামি সিগারেট কারখানায় রাতভর অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতকাল সোমবার (১২ জানুয়ারি) রাতের অভিযানে বিপুল নকল ব্যান্ডরোল, তামাক ও সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ সময় কারখানাটি সিলগালা করার পাশাপাশি পাঁচজনকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দিনগত রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত শাহিনুর রহমানের ওই কারখানায় এই তল্লাশি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদ। এ সময় কারখানাটি থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের আধুনিক যন্ত্রপাতি, ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল, ১০ লাখ টাকার নকল প্যাকেট এবং প্রায় ১০ মণ তামাক জব্দ করা হয়েছে। কারখানাটিতে দীর্ঘদিন ধরে কাঠের গুঁড়া মিশ্রিত নিম্নমানের তামাক দিয়ে তৈরি সিগারেট ১৩ থেকে ১৪টি ব্র্যান্ডের মোড়কে বাজারে ছাড়া হতো।
অভিযান শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি আটক দুই নারীসহ পাঁচ শ্রমিককে দুই লাখ টাকা জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করে দেন।
অভিযানের সময় কারখানার মালিক শাহিনুর রহমান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)