ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।
কমিশনের সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ২৮১ থেকে ৩৮০ পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৮১-৩৩০ নম্বর আপিল ও দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্ন বিরতির দিয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৩১-৩৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করবে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি কার্যক্রম পরিচালনা করছেন।
ইসি’র সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৮১ থেকে ৪৮০ নম্বর এবং ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর ও পেন্ডিং আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৭ জানুয়ারি (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর এবং ১৮ জানুয়ারি রোববার ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট পেন্ডিং আপিলের শুনানির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।
এর আগে গতকাল মঙ্গলবার শুনানির চতুর্থ দিনে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, চতুর্থ দিনে মোট ৭০টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর ও ১৭টি নামঞ্জুর করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত চার দিনে আপিল শুনানি শেষে মোট ২০৩ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে প্রথম দিন ৫১ জন, দ্বিতীয় দিন ৫৮ জন, তৃতীয় দিন ৪১ জন ও চতুর্থ দিন ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।
এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।
উল্লেখ্য, শুনানির প্রথম চার দিন প্রতিদিন ৭০টি করে আপিল নিষ্পত্তি করা হলেও আজ থেকে শুনানির সংখ্যা বাড়ানো হয়েছে।
কমিশনের সংশোধিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার ও শেষ দিন রোববার (১৮ জানুয়ারি) ব্যতীত এখন থেকে প্রতিদিন ১০০টি করে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)