জোনায়েদ সাকির চেয়ে তিনগুণ বেশি আয় স্ত্রীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)। বিএনপির নেতৃত্বাধীন নির্বাচনি জোটের সঙ্গে আসন সমঝোতায় এখন এই আসনের একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। বিএ শিক্ষাগত যোগ্যতাধারী ৫২ বছর বয়সী এই প্রার্থী এর আগে কখনো সংসদ সদস্য নির্বাচিত হননি।
জোনায়েদ সাকির নির্বাচনি হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে তার আয় ছিল ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এ সময়ে তার স্ত্রীর আয় ছিল ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। অর্থাৎ জোনায়েদ সাকির চাইতে তার স্ত্রী তিনগুণেরও বেশি অর্থ আয় করেছেন।
জোনায়েদ সাকি তার পেশা প্রকাশক হিসেবে উল্লেখ করেছেন। তার স্ত্রী একজন আলোকচিত্রী ও শিক্ষক। ব্যবসা থেকে তার নিজের বার্ষিক আয় এক লাখ ২০ হাজার ১৪১ টাকা। শেয়ার বা সঞ্চয়পত্র থেকে তার আয় দুই হাজার ৭৯৫ টাকা। প্রকাশনা থেকে তার বার্ষিক আয় সাড়ে ছয় লাখ টাকা। এছাড়া বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্থান থেকে ভাড়া হিসেবে নির্ভরশীলদের আয় বার্ষিক চার লাখ ৮০ হাজার ৬০০ টাকা। শেয়ার বা সঞ্চয়পত্র থেকে তাদের আয় তিন লাখ ১০ হাজার ৩৬৯ টাকা। নির্ভরশীলদের পেশাগত খাত থেকে বার্ষিক আয় ছয় লাখ ৯০ হাজার ২৪২ টাকা। অন্যান্য উৎস হিসেবে বাড়ি ও দোকান ভাড়া থেকে নির্ভরশীলদের আয় আট লাখ ২৮ হাজার টাকা।
জোনায়েদ সাকির নিজের নামে ১১ একর অকৃষি জমি আছে। একটি হাউজিং কোম্পানিতে তার অগ্রিম তিন লাখ ২০ হাজার টাকা প্রদান করা আছে। তার স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ শতক কৃষিজমি রেয়েছে, যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১৫ হাজার টাকা। তার স্ত্রীর নামে তিন হাজার ২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও ১৬৭ বর্গফুটের একটি দোকান রয়েছে যেগুলোর মূল্য ২৮ লাখ ৬৮ হাজার ৯৩৪ টাকা। তার নামে কোনো দায় বা সরকারি পাওনা নেই।
২০২৫-২৬ অর্থবছরে জোনায়েদ সাকির আয়কর রিটার্ন অনুসারে তার ৪৬ লাখ ৬২ হাজার ৬৩২ টাকার সম্পদ রয়েছে। তার স্ত্রীর সম্পদ রয়েছে এক কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৩ টাকার।

এনটিভি অনলাইন ডেস্ক