টানা ৬ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) টানা ষষ্ঠ দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর ফলে এই অঞ্চলের ওপর দিয়ে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। গত কয়েকদিন ধরে এ অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে রাত বাড়ার সাথে সাথে শীতের দাপট বাড়ে এবং সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়ায় জনজীবনে স্থবিরতা তৈরি হয়নি।
গত কয়েকদিনের তাপমাত্রার চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এছাড়া সোমবার ৮.৪ ডিগ্রি, রোববার ৭.৩ ডিগ্রি, শনিবার ৮.৩ ডিগ্রি এবং শুক্রবার ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮-১০ কিলোমিটার। দ্রুত কুয়াশা কেটে যাওয়ায় দিনের বেলা আবহাওয়া সহনীয় থাকলেও রাতের দিকে কনকনে শীত অনুভূত হচ্ছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)