জোটে ইসলামী আন্দোলন না থাকা নিয়ে যা বললেন মামুনুল হক
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ দলীয় জোটে না থাকা নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, দলটির সরে যাওয়ার পেছনে কারও কোনো ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করছি, এটা আমাদের ব্যর্থতা, আমরা সবাই মিলিত হয়ে থাকতে পারলাম না। আমরা যে জনপ্রত্যাশা তৈরি করেছি, সে প্রত্যাশার জায়গাটা আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারলাম না। আমাদের কোনো ভুলত্রুটির কারণে এটা হয়েছে। তবে এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মামুনুল হক।
শরিয়াহ আইন বাস্তবায়ন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের বক্তব্যকে সঠিক নয় বলেও মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে যে জোটের সূচনা হয়েছিল, আদর্শিক অবস্থান থেকে কেউ পিছপা হয়নি।
মামুনুল হক বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায়, তাহলে সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে, তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।
মামুনুল হক আরও বলেন, জোটের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক