গাড়িচাপায় পেট্রোল পাম্প কর্মীর মৃত্যু, সেই ঠিকাদার ও চালক কারাগারে
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় দ্রুতগতির জিপ গাড়ির চাপায় এক পেট্রোল পাম্প কর্মচারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ঠিকাদার আবুল হাসেম সুজন ও গাড়িচালক কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামি ও গাড়িচালক কামাল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক দুই আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনের সামনে রিপন সাহা (৩০) নামে এক পাম্প কর্মচারীকে ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের একটি কালো রঙের জিপ গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা ও প্রতারণার মামলা দায়ের করেন।
পরে পুলিশ পাম্পের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি শনাক্ত করে। ওই রাতেই অভিযান চালিয়ে সাবেক যুবদল সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন এবং চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত জিপ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, গ্রেপ্তার চালক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া গ্রেপ্তার আবুল হাসেম সুজনের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ পূর্বের পাঁচটি মামলা রয়েছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী