তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সাক্ষাতকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, কানাডার হাইকমিশনার বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে, তারেক রহমান কানাডার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে বিএনপির আগ্রহের কথা তুলে ধরেন।

নিজস্ব প্রতিবেদক