পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৭২) নামে এক মোটরসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের কাটাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার পত্নীতলা উপজেলার সরদারপাড়া এলাকার মৃত সাফি উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে আব্দুল জব্বার মোটরসাইকেলযোগে নজিপুরের দিকে যাচ্ছিলেন। পথে কাটাবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ