ভোট পবিত্র আমানত, অপচয় করা যাবে না : মির্জা ফখরুল
বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ধানের শীষে ভোট চেয়ে সবার সহযোগিতা কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোট আপনার পবিত্র আমানত, আপনার শক্তি, এটার অপচয় করা যাবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাটে নির্বাচনী জনসংযোগকালে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আমরা সেই দলকে নির্বাচিত করব যে দল অতীতে মানুষের পাশে দাঁড়িয়েছে। হঠাৎ একজন এসে আমাদেরকে এই করব, সেই করব বলছে। ’৭১ সালে তাদের ভূমিকা আমরা ভুলিনি। আমাদের জাঠিভাঙ্গা বধ্যভূমি, সেখানে কারা সেদিন গণহত্যা করেছিল, কারা আমাদের হিন্দু বোনদেরকে বিধবা করেছিল, কারা পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছিল আমরা ভুলিনি।
বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যুদ্ধ করেছিলাম, তারা আমরা জোর গলায় বলতে পারি, আমরা আবার দেশের যেকোনো বিপর্যয়ে একসাথে উঠে দাঁড়াব। আপনাদের সমস্ত সুরক্ষা আমরা দিতে পারি এবং বিএনপি এটার দায়িত্ব গ্রহণ করবে।
এলাকাবাসীকে উদ্দেশে মির্জ ফখরুল বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি এটুকু বলতে পারি, আপনাদেরকে আমি নিরাশ করব না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে শুধু মসজিদ না আমার আরও অনেক কাজ করার ইচ্ছা আছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)