৫ শতাংশ কোটা রেখে সব ক্ষেত্রে মেধাভিত্তিক নিয়োগ চান তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু ডিজএবল বা ভিন্ন ধরনের মানুষ আছে, তাদের জন্য বিভিন্ন পর্যায়ে ৫ শতাংশ কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত, সেটা সমতলে হোক বা পাহাড়ে হোক।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে যুব সংলাপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে সব ক্ষেত্রে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ক্ষমতায় গেলে বন্যা-জলাবদ্ধতা মোকাবিলায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এছাড়াও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেবে বিএনপি।
বিস্তারিত দেখুন ভিডিওতে…

এনটিভি অনলাইন ডেস্ক