রাবির তিন শিবির নেতাকর্মী গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/02/photo-1430573026.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শিবিরকর্মী শেখ কবির ও আবু সুফিয়ান।
ইফতে খায়ের আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টায় মহানগরের বালিয়াপুকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনেক জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা নগরীতে বিভিন্ন সময়ে সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শোয়েব শাহরিয়ার ও সাধারণ সম্পাদক হাসান তারিক আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁদের মুক্তি দাবি করেছেন।