চট্টগ্রামে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ছয়টি আসনে মনোনয়ন পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তবে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে আবু সুফিয়ানের নাম ঘোষণার পর তা স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। এর প্রতিবাদে তার সমর্থক নেতাকর্মীরা সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে।
সোমবার সন্ধ্যার পর থেকে ফৌজদারহাট, ভাটিয়ারিসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে যুবদল ছাত্রদলের কর্মীরা। ফলে সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিদেশ ফেরত মো. শাহনেওয়াজ বাপ্পি জানান, তিন ঘণ্টার বেশি সময় ধরে সীতাকুণ্ড এলাকায় আটকে পড়েছেন। শত শত গাড়িতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
অবরোধকারীরা জানান, সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী একজন ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন দলের জন্য। তাকে মনোনয়ন না দিয়ে বিমাতাসুলভ আচরণ করেছে দল। আসলাম চৌধুরীকে সীতাকুণ্ড আসনে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সমর্থকরা। এ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাউদ্দিন।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন চট্টগ্রাম-১ আসনে (মিরসরাই) মো. নুরুল আলম। চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) মো. সরোয়ার আলমগীর। চট্টগ্রাম-৩ আসনে (সন্দীপ) কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) মুহাম্মদ এরশাদ উল্লাহ। চট্টগ্রাম-১০ আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১১ (পতেঙ্গা) আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মোহাম্মদ এনামুল হক। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে সরোয়ার জামাল নিজাম। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মিশকাতুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর সাতকানিয়া ও চন্দনাইশের দুটি আসনে এখনো বিএনপির কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম