ডিএসইতে দের ঘণ্টায় লেনদেন ৩৬২ কোটি টাকা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/26/photo-1432620848.jpg)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার প্রথম ঘণ্টায় ৩৬২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এখন পর্যন্ত সব ধরনের সূচকের ঊধ্বর্মুখী প্রবণতা লক্ষ করা গেছে।
আগের দুই কার্যদিবস লেনদেনে বিঘ্ন ঘটে। তবে আজ যথাসময়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বড়েছে ১৬১টির, কমেছে ৯৭টি ও অপরিবর্তিত ছিল ৩৪টির দাম।
গতকাল সোমবার ডিএসইতে মোট ৮৫৫ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫১২ কোটি ৬১ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ১৩০ পয়েন্ট।