বাংলাদেশ থেকে প্রথমবার রপ্তানি হচ্ছে গ্রিজ
বাংলাদেশ প্রথমবারের মতো পেট্রোলিয়ামজাত পণ্য হিসেবে এপি ব্রান্ডের গ্রিজ রপ্তানি হচ্ছে সুদূর আফ্রিকায়। এ জন্য দেশীয় প্রতিষ্ঠান গ্লোবাল অয়েল কোম্পানি লিমিটেডের এপি ব্র্যান্ডের 'গ্রিজ ইপি-২' একটি চালান রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেনন গ্লোবাল অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ লুব ব্লেন্ডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ অর্পণ।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এমভি এইচআর রিয়া নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে বার্থিং করে। ওই জাহাজে করে গ্রিজের চালানটি প্রথমে মধ্যপ্রাচ্য যাবে, সেখানে থেকে যাবে আফ্রিকায়।
এর আগে বৃহস্পতিবার নগরীর চট্টগ্রাম বন্দর সংলগ্ন এছহাক কনটেইনার ডিপোতে ৩শ ড্রামে মোট ১৫ হাজার কেজি গ্রিজ রপ্তানির জন্য একটি কনটেইনারে লোড করা হয়। চালানটি রপ্তানি এ্যাসেসমেন্ট শেষে বন্দরে পাঠানো হয়।
পেট্রোলিয়ামজাত এই পণ্য রপ্তানি প্রসঙ্গে গ্লোবাল অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ লুব ব্লেন্ডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ অর্পণ বলেন, একটা সময় ছিল যখন সব ধরনের ইঞ্জিন অয়েল এবং গ্রিজ বিদেশ থেকে আমদানির ওপর নির্ভর করে থাকতে হতো। তবে, সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতায় দেশেই আন্তর্জাতিক মানসম্পন্ন ইঞ্জিন অয়েল উৎপাদন হচ্ছে। সময়ের সাথে সাথে চাহিদার প্রেক্ষিতে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এখন দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
অর্পণ আরও বলেন, আমাদের এপি ব্র্যান্ডের গ্রিজ প্রথমবারের মতো আফ্রিকায় রপ্তানি হচ্ছে। পাশাপাশি লুব্রিকেটিং অয়েলও নিয়মিত রপ্তানি হবে। এনবিআরের ভ্যাট ট্যাক্স প্রত্যার্পণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশ ব্যাংকের নগদ প্রণোদনা পেলে বিভিন্ন দেশের বাজারে লুব্রিকেট এবং গ্রিজ পণ্য রপ্তানিতে বাংলাদেশ জায়গা করে নিতে পারবে।
চালানটির শিপমেন্টের দায়িত্বে থাকা ফ্রেইট ফরোওয়ার্ডিং প্রতিষ্ঠান এমডব্লিউআর লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, পেট্রোলিয়াম পণ্য হিসেবে গ্রিজ রপ্তানি হচ্ছে আফ্রিকায়। আমরা সেটি রপ্তানির জন্য যাবতীয় লজিস্টিক সাপোর্ট দিচ্ছি। এটি আমাদের দেশের সুনাম বাড়াবে এবং বৈদেশিক মুদ্রা আয়ের একটি নতুন পথ উন্মোচন করবে। চালানটি বহনকারী জাহাজ এইচআর রিয়া আগামী ১ অক্টোবর চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চালানটি ট্রান্সশিপমেন্ট পোর্ট হয়ে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকায় তার গন্তব্যে পৌছাতে প্রায় এক মাস সময় লাগবে।