মদের দাম ২০ গুণ বাড়ানোর দাবি
২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ বশির উদ্দিন মদের দাম ২০ গুণ বাড়ানোর দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৬ মে) এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথভাবে আয়োজিত ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানটি রাত ৮টায় এনটিভির তেজগাঁওয়ের স্টুডিও থেকে সম্প্রচার শুরু হয়।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ বশির উদ্দিন বলেন, ‘একটু আগে স্ক্রিনে দেখতে পেয়েছিলাম, একটি অল্প বয়সী ছেলে বলছিলেন, আগে দুর্নীতি ঠিক করেন। তারপর বাজেট ঘোষণা করেন। দুর্নীতিটা আমাদের কন্ট্রোল করতে হবে। আমাদের সরকারের আয়ের বিষয়ে আমি একটি কথা বলতে চাই। ধুমপান, মদপান আমাদের জন্য একেবারে বেফরজ জিনিস। যদি এক হাজার টাকার মদকে যদি ২০ হাজার টাকা করা হয়, সরকার লাভবান হবে। আর আমাদের জনগণ বেঁচে যাবে।’
সৈয়দ বশির উদ্দিন বলেন, সিগারেট খেলে ক্যানসার হয়। গ্রামের বাচ্চারা সিগারেট পায়, তাই খায়। এটা অল্পতেই তারা কিনতে পারে। এটা এমনভাবে করা হোক, যেন নাগালের বাইরে চলে যায়। সিগারেট যদি ব্যান করা নাও যায়, তাহলে এমনভাবে বৃদ্ধি করেন, যেটা কিনতে একটু কষ্ট হয়।
গত দেড় দশকেরও বেশি সময় ধরে বাজেট নিয়ে এনটিভির এই বিশেষ অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ প্রচারিত হচ্ছে। বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআইয়ের এই যৌথ আয়োজন।