সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও তার স্ত্রী ফারহানা সাঈদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। প্রায় ৫০ কোটি টাকা কর ফাঁকি পাওয়ার পর তাদের দুইজনের ব্যাংক হিসাব জব্দ করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও স্বজন জাবেদ আহমেদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।
জানা যায়, সাঈদ খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার আয়কর ফাঁকির প্রমাণ মিলে। তারা এফডিআর, আবাসিক ও বাণিজ্যিক ভবন, দোকানসহ কয়েকটি খাতে আয়ের তথ্য আয়কর বিবরণীতে গোপন করেছেন। যার তদন্ত চলমান আছে।
এছাড়া সাঈদ খোকন, স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ড হিসাবের লেনদেন অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। একইসঙ্গে সাঈদ খোকনের নামে থাকা গুলশানে একটি ১৪ তলা বাড়ি ও বনানীতে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন। আবার সাঈদ খোকনের মা শাহানা হানিফের নামে বারিধারায় থাকা জমি ও বাড়ি জব্দ করা হয়েছে।