ধরাছোঁয়ার বাইরে যেতে পারে স্বর্ণের দাম
২০২৬ সালে স্বর্ণের দাম যেন ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে—এমন ইঙ্গিত দিচ্ছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ডলারের দর, বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতার প্রভাবে আগামী দুই বছরে সোনার দাম নতুন উচ্চতা ছুঁতে পারে। কিছু প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছে, প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৫০০ থেকে ৫,০০০ ডলার পর্যন্ত উঠতে পারে।
আরও পড়ুন : বাড়ার পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বাংলাদেশের বাজারেও এর সরাসরি প্রভাব পড়ছে। বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম ইতিমধ্যেই দুই লাখ টাকার ওপরে, যা ইতিহাসে সর্বোচ্চ। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক দামের ওঠানামা অনুযায়ী স্থানীয় বাজারে স্বর্ণের দাম আরও সমন্বয় করা হবে। ফলে ২০২৬ সালের মধ্যে এক ভরি সোনার দাম ৩ থেকে ৪ লাখ টাকায় পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন : সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহার করে যে পাঁচ দেশ
বিশেষজ্ঞদের পরামর্শ, যারা বিনিয়োগ বা ক্রয়ের পরিকল্পনা করছেন, তারা বাজার বিশ্লেষণ করে সচেতন সিদ্ধান্ত নিন—কারণ সোনার দাম হতে পারে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অস্থির।

নিজস্ব প্রতিবেদক