খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খুলেছে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকেই মাস্টার্স ও স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। আজ সকাল ৯টা থেকেই মাস্টার্স ও স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। এছাড়া আগামী ২৬ অক্টোবর থেকে অন্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে প্রবেশ করতে পারবে। তবে হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে।’
জানা গেছে, করোনাকালীন শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরা হলে প্রবেশ ও চলাফেরা করতে পারে সেদিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রত্যেক হলে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। দীর্ঘদিনের ধুলোয় মলিন ডাইনিং, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, রিডিং রুম ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। সব হলে টয়লেট ও বাথরুমগুলো পরিষ্কার করা হয়েছে।