খুবিতে ‘একুশ শতকের জন্য পদার্থ বিজ্ঞান’ শীর্ষক সম্মেলন
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘একুশ শতকের জন্য পদার্থ বিজ্ঞান’ শীর্ষক সম্মেলন। আজ শনিবার (১৮ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে এ সম্মেলন শুরু হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সম্মেলনর উদ্বোধন করেন।
সম্মেলনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (চুয়েট) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী সম্মেলনে অংশ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান ড. অধ্যাপক মো. হারুনর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। সম্মেলনের মিডিয়া পার্টনার এনটিভি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, এবারের সম্মেলনে মোট ১৩৬টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে ৫৫টি গবেষণা উপস্থাপন করা হবে। পাশাপাশি ৩০টি পোস্টার প্রদর্শনী চলবে। আধুনিক শিক্ষা ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণা দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে এই পদার্থ বিজ্ঞান সম্মেলন।