ঢাবির হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে হাতাহাতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে উচ্চবাক্য বিনিময়, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে সিট দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
গতকাল রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে এ ঘটনা ঘটে। এতে হল ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকারের সমর্থকেরা অংশ নেন বলে জানা যায়।
জানা গেছে, দুপক্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী হলের পূর্ব অংশের দোতলার ২২ নম্বর কক্ষের সামনে গিয়ে অবস্থান করেন এবং এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেন। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। অবশেষে রাত ১২টার দিকে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গিয়ে তাঁদের নিজ নিজ সমর্থকদের শান্ত করেন।
অভিযোগ উঠেছে, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ২০২০ সালের শুরুতে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত হন ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মাসুদ রানা। বহিষ্কৃত হওয়ার পরও হল সংসদের ভিপি এমএম কামাল উদ্দিনের সঙ্গে রাজনীতির সুবাদে তিনি অবৈধভাবে হলের ২২ নম্বর কক্ষে থাকতেন। করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর বিশ্ববিদ্যালয় খুললে আবারও তিনি অবৈধভাবে হলের ওই কক্ষে থাকা শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি মাসুদ রানা সিট ছেড়ে দিয়ে হল ত্যাগ করলে ওই সিটে হল ছাত্রলীগের বর্তমান সভাপতি তানভীর শিকদার তাঁর অনুসারী এক শিক্ষার্থীকে তুলে দেন। এদিকে সাধারণ সম্পাদক মিশাত সরকারও ওই সিট নিজেদের দাবি করে সেখানে আরেকজনকে ওঠাতে চাইলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির সূত্রপাত হয়।
এ বিষয়ে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদার এনটিভি অনলাইনকে বলেন, ‘হলে মারামারি হয়নি। তবে জুনিয়ররা একটু হৈচৈ করেছিল। আমি আর সাধারণ সম্পাদক গিয়ে ব্যাপারটা মীমাংসা করে দিয়েছি।’
সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিশাত সরকার বলেন, ‘এক সিট দুজন দাবি করেছিল। সেখান থেকেই মূলত জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি ও চিলাচিল্লি হয়েছে। আমার আর সভাপতির মধ্যে কোনো ঝামেলা নেই। জুনিয়ররা এমন ঘটনা ঘটানোর পর আমরা দুজন গিয়ে মীমাংসা করেছি।
সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মজিবুর রহমান বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। যতদূর জানি, সিট নিয়ে হলে একটু সমস্যা হয়েছিল। সেটি রাতেই সমাধান করা হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’