বন্ধুত্বের স্বাদে পিঠার ঘ্রাণ : ডাফ ৯৬–৯৭ এর উৎসবে ফিরছে ক্যাম্পাসের দিন

শীতের বিকেলে পিঠার ঘ্রাণ, গান–আড্ডা আর বহুদিনের না–দেখা বন্ধুদের মিলন—সব মিলিয়ে স্মৃতিময় এক সন্ধ্যা উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডস ফোরাম (ডাফ), ব্যাচ ১৯৯৬–৯৭। গত ১২ ডিসেম্বর (শুক্রবার), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলার মাঠে অনুষ্ঠিত হয়েছে তাদের বহুল প্রতীক্ষিত ‘পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা’।বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে শীতের আমেজের সঙ্গে মিশে যায় পুরোনো...