চাকরির ইন্টারভিউতে পোশাক নির্বাচনের জন্য চার টিপস
প্রথম ইমপ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে। সে ক্ষেত্রে প্রথমেই আপনাকে পোশাকের কথা ভাবতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার পোশাক আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। কবির করণ, করণ অ্যান্ড মঈনের পরিচালক এইচটি লাইফস্টাইলের সাথে চাকরির ইন্টারভিউতে সাফল্যের জন্য পোশাক পরার গুরুত্ব সম্পর্কে বলেছেন। তিনি চাকরির ইন্টারভিউ’র পোশাকের জন্য তিনি কিছু টিপস শেয়ার করেছেন।
কোম্পানির সংস্কৃতি বিবেচনা করুন
যে কোম্পানিতে ইন্টারভিউ দেবেন সেখানকার সংস্কৃতি সম্পর্কে জেনে নিন। সে অনুযায়ী উপযুক্ত পোশাক পড়ুন। বেশিরভাগ সময় ক্লাসিক স্যুট আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আবার, কিছু কোম্পানিতে ড্রেস কোডও থাকতে পারে।
ক্লাসিক লুক আনুন
চাকরির ইন্টারভিউতে কালো, ধূসর, নেভি এবং বেইজের মতো রঙগুলো বেছে নিন। কারণ এগুলোতে পেশাদার মনোভাব গড়ে তুলে। এ সব রঙ আপনাকে ক্লাসিক লুক দিতে সাহায্য করবে। খুব বেশি ঢিলেঢালা পোশাক পরা থেকে বিরত থাকুন।
বিশদ মনোযোগ দিন
অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে মনোযোগ দিন। জুতা, বেল্ট, টাই, ঘড়ি এবং গয়নার দিকে লক্ষ্য রাখুন। খুব বেশি আনুষাঙ্গিক ব্যবহার করা থেকে বিরত থাকুন।
পরিচ্ছন্নতা
ইন্টারভিউতে যাওয়ার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন। দাড়ি শেভ করে নিন। চুল খুব বড় থাকলে তা কেটে নিন। নিজেকে মার্জিত ভাবে উপস্থাপন করুন।
সূত্র- হিন্দুস্তান টাইমস