বিতর্কে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী কলেজ ঢাকা
ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় নৌবাহিনী কলেজ ঢাকা চ্যাম্পিয়ন হয়েছে। ‘ডিবেটর অব দ্য ফাইনাল’ হয়েছেন একই কলেজের তার্কিক হাসিন আল ফাহাদ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজকে হারিয়ে এই বিজয় অর্জন করেছে তারা।
চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে নৌবাহিনী কলেজ ঢাকার বিতার্কিকদের ক্লাবসহ খুশি কলেজ কর্তৃপক্ষ। কলেজটির অধ্যক্ষ ক্যাপ্টেন সালাহউদ্দন আহমেদ জানান, শিক্ষার্থীদের স্মার্ট ও ভালো মানুষ করে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রম পরিচালনা করা হয়। ডিবেট ক্লাবে নিয়মিত বিতর্ক অনুশীলনে জ্ঞান ও যুক্তির চর্চা করে শিক্ষার্থীরা। সম্প্রতি তারা স্কলাস্টিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা গর্বিত।
স্কলাস্টিকা আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় নৌবাহিনী কলেজ ঢাকার এসডিএস-১ দলটি অংশগ্রহণ করে। ঊনশেষ পর্বে স্বাগতিক স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে ফাইনালে যায় তারা। পরে ফাইনাল পর্বে গত ২ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজকে হারিয়ে তারা চূড়ান্ত বিজয় গৌরব অর্জন করে।