জাবির সাবেক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগনেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে ক্যাম্পাসে গণপিটুনিতে হত্যার ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পরই প্রত্যেক হল থেকে মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড় হন তারা। এরপর গণপিটুনিতে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা জীবন সুরক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।
মিছিলটি শহীদ মিনার প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আগামী রোববারের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এর আগে জড়িত আট শিক্ষার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা করা হয়। আজ ভোরে মামলাটি রেকর্ড করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।
মামলার বাদী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে হত্যা করার অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্তের ভার দেওয়া হয়েছে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেনকে। মামলার খবর পেয়ে গাঢাকা দিয়েছেন তাঁরা।
নিহত শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মোল্লা বাড়ির ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। এরইমধ্যে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেনকে প্রধান করে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।