শ্রীনগরে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
মুন্সিগঞ্জের শ্রীনগরে ইয়াসিন (১৯) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ অক্টােবর) ভোররাতে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইয়াসিন শ্রীনগর উপজেলার আরধীপাড়া গ্রামের ইউসুফ আলির ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ অক্টােবর) সকালে উপজেলার দয়াহাটা নাপিতবাড়ি এলাকায় স্থানীয় খালেদা আক্তার নামে এক নরী যাত্রীর সঙ্গে অটোচালক ইয়াসিনের বাক বিতন্ডা হয়। এ সময় ওই নারী অটোচালক ইয়াসিনকে শায়েস্তা করার জন্য মোবাইল ফোনে তার আত্মীয়-স্বজনকে আসতে বলে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে নারীর আত্মীয়-স্বজনসহ হৃদয় মোড়ল, মোয়াজ্জেম, স্থানীয় ইউপি সদস্য সোহাগ মেম্বারের নেতৃত্বে ১০/১২ জন মিলে তাকে তিন দফায় বেদম মারপিট ও পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে স্বজনরা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়।
নিহত ইয়াসিনের পিতা ইউসুফ আলী অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে তিন দফায় মারপিট ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আমার ছেলে পানি খেতে চাইলে তারা পানির সঙ্গে কিছু মিশিয়ে আমার ছেলেকে খেতে দেয়। এরপর আমার ছেলে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। হামলাকারীরা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।
এ ব্যাপারে শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মো. আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ (শ্রীনগ-সিরাজদিখান-লৌহজং)