‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
গত সোমবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মোট ২২টি শর্তে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দিয়ে আদেশ জারি করে।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। সেখানে ঠিকানা দেওয়া হয়েছে—বাড়ি-৬, মেইন রোড, দিয়াবাড়ী দক্ষিণ, তুরাগ, ঢাকা।
বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনপত্রে জানানো হয়, ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৬ ধারা অনুযায়ী শর্ত প্রতিপালন সাপেক্ষে প্রস্তাবিত ‘গ্রামীণ ইউনিভার্সিটি’, ঢাকা স্থাপন ও পরিচালনার জন্য আইনের ধারা ৭ অনুযায়ী সাময়িক অনুমতি প্রদান করা হলো।
ইউজিসি সূত্রে জানা গেছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা গ্রামীণ ট্রাস্ট এই বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করে।
রাজধানীর উত্তরায় হবে বিশ্ববিদ্যালয়েটির স্থায়ী ক্যাম্পাস। গত ২৩ জানুয়ারি দেশের বিশ্ববিদ্যালয়গুলো দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করে।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় এই প্রতিবেদন যাচাই-বাছাই করে প্রায় দুই মাস পর নতুন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়।
উল্লেখ্য, ইউজিসির তথ্য অনুযায়ী বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৫টি। তবে শিক্ষা কার্যক্রম চালু নেই বেশ কয়েকটির। তাছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।