উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা ও ভাঙচুর

ঢাকার উত্তরার আজমপুরে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে ভাঙচুরের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ছবি : এনটিভি অনলাইন
রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে ভাঙচুরের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে বর্তমানে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে স্থানীয় থানায় ও পরিবহণ সভাপতিকে বিষয়টি জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে মামলা করার প্রক্রিয়া চলছে। ভিডিও দেখে আসামিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রক্টর আরও বলেন, শুধু ঢাবির বাস নয়, উত্তরা এলাকার অন্যান্য বাসেও একই দিনে অনুরূপ হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীদের মধ্যে উত্তরা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থাকতে পারে।