মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতার হাতে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে এই মিছিল বের হয়। শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বটতলায় ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘যুবদল খুন করে, ইন্টারিম কী করে?’, ‘যে হাত খুন করে, সে হাত ভেঙে দাও।’
সমাবেশে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আহসান লাবিবের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য আরও বাড়বে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।